অতনু ভট্টাচার্য-র কবিতা

করোনা আক্রান্ত পৃথিবীর কবিতা

থেমে গেছে সব কিছু দ্যাবাপৃথিবীর
মৃত্যুর ভয় আর বেঁচে থাকা দায়
প্রশ্নটা সকলের, সকলেই চুপ!
ঘরে বসে ভাবা শুধু আর কত দিন?
ভোর হয় রাত আসে ত্রাস চেপে বসে
নিজেকে বোঝান শুধু ঝড় থেমে যাবে
আরো এক বোধ নড়ে মাথার ভেতর
কি করেছি এতদিন … ভুলের মাশুল!
মৃত্যু ও জীবনের মাঝে মুখোমুখি
এভাবে বসালে আজ চোখ রাখা দায় …

Facebook Comments

Leave a Reply