অনীক রুদ্র-র কবিতা
যে আঁধার আলোর অধিক
১.
ব্যবসা ও সংলগ্ন প্যাঁচপয়জার ছাড়া
বৃহৎ পুঁজির আর অন্য কিছু নেই
কতো মানুষ মরবে আর বেঁচে থাকবে
কে বা কারা
মোটামুটি হিশেব কষে বুঝে নেয় তারা
হিতাহিতের ধারণা ছাড়াই মাতোয়ারা
তারা, পৃথিবী উপভোগের জন্য
গণিত-বিদ্যার গরিমা, এই সভ্যতার
বা অসভ্যতার একটি মানক এবং
জীবজগৎ ও তার উপাদান
কয়েকটি ছোটবড়ো সংখ্যামাত্র
২.
কিছু মানুষের চোখ ফুটছে
কারো অর্ধনিমীলিত, কারো চোখ
বোজা ও জন্মান্ধ কেউ
অর্ধেক জীবন, জড় পর্যায়ের মধ্যে অন্যরকম
কিছুটা, আক্রমণাত্মক ও বিষণ্ণ
তরুলতার মতো তাদের মৃত্যুভয় নেই
আমাদের কেউই এই মৃত্যুভয়কে জয় করতে
পারিনি আজো
সময় আমরা মাপতে শিখেছি কিন্তু
সে কতদূর অনন্ত বিস্ময়ে আমাদের
ঠেলে দেবে জানি না
একটি ফুল ফুটে উঠছে যা বিস্ময়
আর আশ্চর্যময় নিশ্চিত
কিছুটা সময় আমরা এই ঘটনাবলি
লক্ষ্য করি
Posted in: April 2020, Poetry
খুব প্রাসঙ্গিক এবং খুব সুন্দর কবিতা۔۔ ভালো লাগলো