উই হ্যাভ নো হোম | অ্যানিমেশন : অংশুমান

উই হ্যাভ নো হোম
অ্যানিমেশন ও মিউজিক কম্পোজিশন – অংশুমান

দৈর্ঘ্য: ৩ মিনিট ১৮ সেকেন্ড

ব্যবহৃত সফটওয়ার: Cinema 4D, Adobe Photoshop, Adobe After Effects, Garageband, Adobe Audition

ছবি সম্পর্কে নির্মাতার বক্তব্য:
একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষে মানুষ যখন অগ্রগতির চূড়ায় দাঁড়িয়ে থেকেও সামান্য এক সংক্রামক ভাইরাসের দ্বারা বিপন্ন, এমনকি আর্থ-সামাজিক ভাবে আজ সারা বিশ্বের মোড় ঘুরে গেছে তখন আমাদের একবার নিজের ভেতরের জানালা দিয়ে ইতিহাসকে উঁকি মেরে দেখে নিতে হয়। প্রশ্ন করতে হয় আরেকবার, আদৌ আমাদের কোন সুরক্ষিত আশ্রয় ছিল কি না। পার্থিব ও মানস দুই ভাবেই আমরা এক আশ্রয়ের ভ্রমে বসবাস করছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এক অ্যাপোক্যালিপ্টিক ভবিষ্যৎ কে আঙ্গুলে ছুঁয়ে ফেলতে পারছি যেখানে আমাদের আর ফেরার জায়গা নেই… বাড়িঘর নেই, প্রকৃতি নেই, মানসিক আশ্রয়হীন, ভাসমান খড়কুটোর মতো পলকা সাময়িক টিকে থাকা আছে শুধু। বেঘোরে ফিরে ফিরে আসা আমাদের এই ক্ষণস্থায়ী বুদবুদের সমবেত কে এই মিউজিক ভিডিওতে ধরার প্রচেষ্টা করা হয়েছে। আছে কে ভ্রম আর নেই কে বাস্তব ধরে এগোনো হয়েছে। এটি, স্থাবর জঙ্গম কিছুই আমাদের নিয়ন্ত্রণাধীন নয় এই চিরাচরিত অসহায়তার আরেক উদ্রেক মাত্র…

Facebook Comments

Leave a Reply