তন্ময় কুমার মন্ডল-এর কবিতা

জরুরী বিভাগ

আলোও তবে
ডেকে ওঠে
চক্রাকার, আবর্তিত

সাদা ও অক্ষম চারপাশে

ফুলে ওঠা ছাড়া
নক্ষত্রের চরমে বেহুঁশ লেগে আছে

ঝোলো
লম্বা হয়ে শুয়ে পড়ো আজ

পাগলের কোনো
জরুরী নেই, অনন্ত বুদ্ধের ছবি

আর ব্লেড
নিষ্পাপ অন্ধকার
ওকে ভোঁতা করে

এলোপাথারিও ভাবে
কেউ কেউ

Facebook Comments

Leave a Reply