তপেশ দাশগুপ্ত-এর কবিতা
ঘরবন্দির আগে
তুমি আমাকে কি দিয়েছ
সেটা বড় কথা নয়
ঋপনকে কি দিয়েছ
ঘরবন্দির সময়
১.
কার উপর রেখে লিখব
পাহাড় টেনে দাও
তনিমাকে লিখি
২.
সুর সুর করে টানেল যাচ্ছে (মাথার ভিতর)
ব্যাথার ওষুধ কেঁপে উঠছে
ঝেঁপে বৃষ্টি নামার অপেক্ষায়
৩.
করোনার 3rd stage
বালিহাঁস
জলাভূমি
আকুল হচ্ছে রৌদ্রের গায়ে
৪.
জেসিপি বসে আছে পাথরের গায়ে
ঠেস দিয়ে
কাথাগুলি বসে আছে (কথা)
ঘরবন্দির পরে
স্কুলের আগে ডাংগুলি
স্কুলে গিয়ে ডাংগুলি
Facebook Comments
Posted in: March 2020, Poetry