সুবীর সরকার-এর কবিতা
গান
বরাবরই স্লগ ওভারে মাঠ দাপাই আমি
শেয়ালের চোখ তাক করে থাকে আমার
দিকে
শয়তানও ঈশ্বর হয়ে ওঠেন।
নিজেকে সামলে নিতে জানি।ফগলাইটের আলো
বিচ্ছেদী গান হয়ে বাজে
আমার কোনো মনকেমন নেই।
আমি শুধু অবসর ভেঙে ফিরে আসি
বারবার
দেশ
শ্বাসকষ্ট ছাড়া আর কি দিতে পারি!
দেশ জ্বলছে।গুলি খাওয়া বাঘের মত ছুটে
বেড়াচ্ছে মানুষ।
নরকঙ্কালের মেলা থেকে ঘুরে এসে ঘুমের
ওষুধ কিনি
মধু ও মোমের দাবিতে কত মিছিল হয়
ভয় ও ভীতি নিয়ে আমরা বসে থাকি
বারুদের স্তুপ থেকে গড়িয়ে নামে
পাখিরা
ভায়োলিন ও ভায়োলেন্স
ভাঙা দালানের পাখি আমাকে অভিশাপ দেয়
বাসা খুঁজে পাচ্ছে না পিঁপড়েরা।
সমস্ত জীবন ধরে আমি খুঁজবো
তোমাকে
গোপনে নাচ দেখি।
ভায়োলিন ও ভায়োলেন্স দিয়ে ভরে ওঠা
সেমিনার
সম্প্রতি খুব কমা ব্যবহার করছি।
সুপুরির হাটে হেঁটে বেড়াচ্ছেন সেই ডানকান
সাহেব
টিলা থেকে গড়িয়ে নামা গান
বন্যায় ভেসে যাওয়া চিঠিগুলি
মশালের আলোর নিচে সার সার দাঁড়িয়ে পড়েন
শিকারিরা
এই পরনিন্দার দেশ
এই পতিনিন্দার দেশ
আর মধু ও রুটির খোঁজে
ব্যাপারীরা।
Posted in: March 2020, Poetry