শৌভিক দে সরকার-এর কবিতা

যাত্রার তৃতীয় দিন

নখ ও আঙুল সর্বস্ব একটি দীর্ঘ অসুখের দিকে
নিয়ে যাচ্ছি নিজেকে

পাগল হয়ে যাওয়ার প্রস্তুতি
কাটা জিভের টুকরো মুখের ভেতর নিয়ে ঘুরছি
রক্ত আর থুতুর লবণ, বিষাদ

পাগল হয়ে যাওয়া একটি দেশের ভেতর
অবরোধের কোনও সম্ভাবনা থাকে না!

বাড়ি

সে এক পারদ উঠে যাওয়া জানালা
অবিকল আমারই মুখ হয়ে জেগে আছে
বাক্য, বিলাপ, ভাঙা দাঁতের কালো
একপ্রস্থ মারীর কথা ভেবে
জানালা সরিয়ে নিচ্ছে নিয়তি

ক্ষমার অযোগ্য একটি সপ্তাহ !
শেষ তারিখের ফেরার কথা ভুলে
পাথর হয়ে দাঁড়িয়ে আছে জানালাহীন একটি বাড়ি !

Facebook Comments

Leave a Reply