পৌলমী গুহ-এর কবিতা
হিপনোশিয়া
কলকাতা জানে না নুনের দাগ
কতো পুরনো হলো।
জানে না এবছর ব্রিজ-ভাঙার সংখ্যা।
জানে না ভেন্ডার কামরায় মারণ রোগ
কার বুকে বাসা নিয়েছে।
জলকল, অটো, বসন্ত সব নিয়ে একা
হাসনুহানা ছড়িয়ে দিয়েছে।
ব্যস্ত রাস্তা খুলে নেয় পায়ের ক্লান্তি।
তারপর কিছু হলুদ আলো,
ধাঁধা জমে নাইন্টিজের।
দিনে যে শহরে অবিশেষ ঢেউ হয়ে ঘুরি,
রাতে তার প্রফুল্লমুখে চুইংগাম।
সংখ্যার জাঁতাকলে সম্পর্কের অকালমৃত্যু
আর নীরব বাসের গোঙানি।
শহরে দিক ভুলে যায় হাওয়া…
ভ্রমণ
নদীর ব্যথা বোঝে না সেতু।
শ্যাওলার স্বত্ব চলে যায় পাথর-চাটার ভাগে।
ভেজা পা বালি ঝেড়ে হেঁটে যায়
কোনও উঠোনের দিকে।
Facebook Comments
Related posts:
Posted in: March 2020, Poetry