লকডাউন বোর নয়, অগ্নিপরীক্ষা! এই পরীক্ষায় আপনাকে জিততেই হবে : জানে আলম
বিশ্বের কি করুণ আশঙ্কাজনক অবস্থা তা আর কাওরি অজানা নেই, চোখে পানি ঝরছে অঝরে। জ্যান্ত মানুষটি সজ্ঞানে প্রচণ্ড কষ্টে ছটফট করতে করতে সপাট মরে যাচ্ছে। কাছের মানুষটি কাছ থেকে বিদায় নিচ্ছে। একা একা। কখনো বৃদ্ধ দাদা-দাদি, কখনো মা-বাবা কখনো বা তরতাজা যুবক-যুবতী। সেই প্রাণপ্রিয় মৃত্যুকাতর মানুষটির কাছে যাবার সৌভাগ্যও টুকু ও নেই আপনজনের। বিশ্বে এখন এটাই ভয়াবহ এক ট্রাজেডি।
দজ্জালের ফিতনায় লাশের মিছিল দেখেও করোনা নিয়ে ঠাট্টা-মস্করায় অজ্ঞরা, ঠাট্টা-তামাশা বা তর্ক বিতর্ক ছাড়ুন করোনা প্রতিরোধের একমাত্র শক্তিশালী অস্ত্র হল গণ সচেতনতা।
চীন বা ইতালি বা অন্য দেশের মহামারী দেখে আমাদের শিক্ষা নিতে হবে। সেই সব দেশর জনগণ ঘরে বন্দি থাকেনি বলে তাদের সভ্যতা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ভাবুন তো ইতালির কথা। একটা সাজানো গোছানো সৌখিন শহর। যাদের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম দ্বিতীয় সেরা তার স্বত্বেও কত ভয়ঙ্কর পরিস্থিতি সেখানেক তা ভাবতে গেলে হাড় হিম হয়ে আসে।
অথচ আমাদের দেশ ভারতবর্ষ! ইটালির চাইতে বহুবড় জনসংখ্যা বহুগুণ আর চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নগণ্য। তাই করোনা সংক্রমণ মহামারী ছড়িয়ে পড়লে কন্ট্রোল করাই দায়, কি যে হবে ভাবতে পারছেন? কোটি কোটি মানুষের জীবন নাশ ঘটবে। তাই এই করাল সংক্রমণ মহামারী আকার নেওয়ার আগেই সতর্ক নিতে হবে আপনাকেই আর আপনার মতো প্রতিটি নাগরিককে। নইলে ইটালির চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তাতে কোন সন্দেহ নেই।
ভারতে করোনা ইতিমধ্যে মারা গেছে ১৪ জন সরকারী ভাবে আক্রান্তের সংখ্যা ৬০০ র বেশি আর হয়তো অনেক আক্রান্তের পরীক্ষাই করা হয়নি। তবে আমাদের দেশ এই বিষয়ে যথেষ্ট সর্তক এবং করোনা ছড়ানো কমাতে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছে। আপনার লক্ষ করছেন এই মহামারী রোধ করতে রাজ্য মুখ্যমন্ত্রীর ভূমিকা অতুলনীয়। নিজের কথা ভেবে, পরিবারের কথা ভেবে, দেশের কথা ভেবে এই মুহূর্তে সরকারের সমস্ত উপদেশ ও নির্দেশিকা মেনে নিন ও পালন করুন। স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তারক্ষীদের সাহায্য নিন ও তাদেরকে সাহায্য করুন। সামাজিক মেলামেশা ও কমিউনিটিতে এই রোগ ছড়ানোর বড় কারণ তাই জনসমাগম থেকে দূরে থাকুন একেবারে ঘর বন্দি হোন। এই রোগ আপনাকে না ছুঁলেও সাবধানে থাকুন। ঘরে থাকুন শুধুমাত্র ইমার্জেন্সি কারণ ছাড়া ঘর থেকে বের হবেননা। অপরিচিত, দূরাগত, বিশেষত বিদেশাগত ব্যক্তির থেকে দূরে থাকুন, শারীরিক ঘনিষ্ঠতা কম করুন।
আমার সকল ভারত বাসীর কাছে বিনম্র আন্তরিক অনুরোধ ঘরে ঢুকে পড়ুন দয়া করে। পুলিশ প্রশাসনকে বিরক্ত করবেন না। তারা উত্তেজিত হলে আপনার উপর আঘাত আসতে পারে। পুলিশের মারে ইতিমধ্যে একজন মারাও গেছে। লক ডাউন করে করোনা ছড়ানোর চেন ভেঙ্গে দিন। বিনা কারণে ছটফট করবেন না। ভুল করে বাইরে বেরোবেন না।
পরিবারকে বহুদিন সময় না দিয়ে খুব কর্মব্যস্ততা জীবন কাটিয়েছেন। যারা আপনার মুখাপেক্ষী, আপনার পরিবার, আপনার মুখ চেয়ে বেঁচে আছে। তাদের একটু সঙ্গ দিন বাড়িতে সুখ দুখের গল্প করুন, বৃদ্ধা মা বাবার সেবা করুন। ছোট্ট বাচ্চার সঙ্গ দিন, তাদের কথা মন দিয়ে শুনন, তাদের নৈতিক শিক্ষা দিন, বিভিন্ন ইনডোর খেলা গুলি খেলুন। টিভি দেখুন। নেট ঘাঁটুন, মায়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে একটু রান্নায় হাত লাগান। বইয়ের আলমারিটি ধুলোয় ভরে গেছে তা ঝাড়ুন, বই পড়ুন, ধর্ম , সাহিত্য, উপন্যাস কবিতা পড়ুন। আত্মীয় দের ফোনে খোঁজ নিন, পরিচিত দরিদ্র পরিবারকে বিপদে সাহায্য করুন। বাড়ি গোছান ,সম্ভব হলে বাড়িতে বসে অফিসের কাজ এগিয়ে নিন, হাতের কাজ করুন, লেখা লেখি করুন , বাড়িতে গরু ছাগল থাকলে যত্ন নিন, গাছের পরিচর্যা করুন, কাওরি সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকলে তা ঝালিয়ে নিন। কোন অপরাধ করে থাকলে ক্ষমা চেয়ে নিন। ঋণ থাকলে পরিশোধ করেনিন। প্লিজ সতর্ক থাকুন, নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান, দেশ বাঁচান, সর্বতোভাবে ভাইরাস আটকানোর প্রচেষ্টা চালিয়ে যান। বাকিটা ভাগ্য! সর্বোপরি প্রার্থনা করুন। দেখবেন সময় দিব্বি কেটে যাচ্ছে। আর দেশ ও সভ্যতা বেঁচে যাচ্ছে। গুজব এড়িয়ে চলুন, লক ডাউনে বোর না হয়ে অগ্নিপরীক্ষায় আপনাকে জিততেই হবে। জীবন মরণের লড়াইয়ে সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
[লেখক: প্রধান শিক্ষক, নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা,মুর্শিদাবাদ]
Posted in: Essay, March 2020