অর্ঘ্য কমল পাত্র-এর কবিতা
বোকা কবিতা
১.
ফাঁকা সময়ের রাস্তায়
আমি দেখেছি রঙিন ফুল।
দেওয়ালে কান পেতে
শুনতে পেয়েছি —ইস্কুলের ঘন্টা।
তারপর আটকে গেছি।
মনে হয়েছে চুপ থাকাই ভালো।
দিন আর রাত আর রাত্রিজুড়ে
আমাকে ভিজিয়েছে
অষ্টাদশীর অতসীরঙা শান্তভাব।
হয়তো এভাবেই
শামুকের নারকেলগাছে চড়া
দেখতে দেখতে
ফুরিয়ে আসবে সমস্ত হতাশা।
২.
ঘুম ভাঙার পর থেকে
একা
হয়ে টিকে আছি।
হয়তো বৃষ্টি আসবে
এই মনে করে
বেলা হয়ে গেল তৃষ্ণা।
আমিও সহজেই
হাসতে হাসতে ঘুরে এলাম
ঘুরে এলাম সান্ধ্য কোনো নদী…
জল খাই আর জল পান করি।
হিসি করতে করতে ভাবি—
এবার হয়তো আমাদের জানলাগুলো
এক-একটা ডাকবাক্স হবে।
Facebook Comments
Posted in: March 2020, Poetry