আনিস আহমেদ-এর কবিতা

দুটি কবিতা

জলের শৈশবগুলো খুঁটে তুলি
বরফের গায়ে এক আদিম পিপাসা বড় হয়…
তার ছোট বড় ঘোর
নিয়ে ঐ ভাসমান বাষ্প, ঐ ঘনীভূত জলবিন্দু
ঐ সমগ্র জীবনের
দুঃখ কষ্টের ভার বইতে বইতে
জলের কুঁজো হয়ে এল/…জলের কুঁজো এল

জল পড়ছে এখন
কিন্তু একটা পাতাও নড়ছে না
একটা পলকও না
কি অসম্ভব সাবধান তার পড়ে যাওয়া’গুলো
যেন পান থেকে চুন খসলেই হাসি লেগে যাবে তাতে

এবং হাসি লেগে জল নষ্ট হয়ে যাবে…

জিরোনোর শব্দগুলো শুনশান করে দিয়ে
কথারা মরে যাচ্ছে…
শুকনো জলের ছিটেফোঁটা এসে লাগছে তার ভূমিকাতে…

গায়ে পড়া স্বভাব বলে দিচ্ছে
এটা ভূমিকা ম্যাডামের ঘর,ওটা তার ওয়াশরুম

—এইভাবেই কথার মাঝে একটা দেওয়াল উঠে যাচ্ছে…
চেনা পড়শিতে ব্যবধান লাগছে আবার সরগম-ও লাগছে

শুধু একটা বেওয়ারিশ কথা
সারা কলোনির এ-গলি ও-গলি ঘুরতে ঘুরতে
টিউবকলের কাছে এসে জল চায়ছে…

Facebook Comments

Posted in: March 2020, Poetry

Tagged as: , ,

Leave a Reply