শঙ্খদীপ কর-এর কবিতা

১.

আগুন
নির্ভার এবং একান্ত
পুরোনো শুক্রবার
নিষিদ্ধ ফল
পাশে যত্নের আলো

এখনও সতেরো বছর
পিচ্ছিল অ্যাসিডের গন্ধ
মৃত প্রশ্ন

প্রশ্ন
ঈষৎ ডানদিকে হেলানো

সালিশি ফেরৎ
উল্লাস
জয়ধ্বনি
উপাস্যর কিছু বিশ্রাম দরকার

একটা জানলা

জানলাগুলো বন্ধ
জানিস না
তোদের স্কুল ছুটি দিল যে

২.

একেবারে বাঁ দিকে থাকবে
ধারালো ছুরির প্লেট
জলের গ্লাস থাকবে ডান দিকে

অনুরোধের তিনদিন পরে সূর্যাস্ত
ক্ষীণস্রোত বুক
জোড়া লাগিয়ে বাড়ি

বাড়ি
অধুনা বিলুপ্ত

সমবয়সি আবর্জনা
প্রাণ এবং দরজাগুলো
এখন পরিণত

ভাঙন সহ নদী ও নর্দমা
সরানোর আয়োজন
ক্ষণস্রোত বালি

বালি
নিকানো মাটির নীচে

Facebook Comments

Leave a Reply