শিবসাগর দেবনাথ-এর কবিতা
প্রতিধ্বনি
তোমাকে মনে পড়ে,
যে’ভাবে কোনো জরুরি প্রস্তাবনায়
আকাশে ভরে ওঠে তারা।
শীতল হাওয়ায় গ্রাম্য পাহাড়চূড়া হতে
নির্জন কেঁদে ওঠে চার্চবেল
সদ্যোজাত শিশু যে’রকম ধাইমা’র চিমটিতে…
ক্যান্টারবেরি ধাম বরাবর, উঠে গেছে পুণ্যার্থীদল,
তাদের উচুঁনিচু-মৃদুভারী কথা
আমারও, তোমাকে মনে পড়ে যায়
সে’সব পাহাড়ি প্রতিধ্বনির মতো
গুড্ডি
ফ্ল্যাটবাড়ির জানলায়, উড়ে আসে গুড্ডির লাল
মাথা নুয়ে, চলে গেছে নেপালি বালক।
লজ্জায় নাক কাটা গেছে, বুড়ো হওয়া লাটাইয়ের সুতো
এখন আকাশের ভাব নীল,
একদন্ড মেঘের নীচে বিস্ময়চিহ্ন সূর্য–
দেবতার মতো হাওয়া, শুধু অনুভব করি…
হাতের শাসন ছিঁড়ে, কী কাছে আসতে পারো !
―এতকাল ছিল না জানা
(উৎসর্গ: কখনো পুরোনো না হওয়া বন্ধুকে)
Facebook Comments
Posted in: February 2020, Poetry