রাজেশ চট্টোপাধ্যায়-এর কবিতা

ব-দ্বীপ

মোহনায় ক্লান্ত হয়ে ওঠার কথা ছিল
উৎসের সন্ধান এখানে সক্রিয়
মাছ বিক্রেতার হাতে কিসের লাবণ্য

জেলেদের কাঁধে আকাশ
আপন খুঁজে ফেরার পথে
দেখা হয় অচেনা মালীর সঙ্গে

পেরেক ভেবে আঘাত করি
কাচ হয়ে ওঠে
খালি ফিরে আসি
সেই বাগানে
বাগানে শুধুই করবী ফুটে আছে

ঘুম-নিষেক

আলতো করে ঘুম পাড়াও ফিসফিস
মুখ পুড়িয়ে কালির নামে শাপ
অসম্ভব আনাগোনা
দিঘি স্বপ্নের স্বরলেখ

কেউ আসছে, যাচ্ছে
এই যাতায়াত জলের গতজন্মের অনুরাগ
পিছলে যাওয়ার ভয়ে স্থির

ঘুমে স্বপ্ন লাগিয়ে রাখি
ঘুম ভাঙার প্রশ্নে
প্রশ্নটাকেই তাচ্ছিল্য করা যায়

Facebook Comments

Leave a Reply