মনোজ দে-এর কবিতা

ঘড়ি আবিষ্কারের আগে

ধরো, তাকিয়ে রয়েছো জানালায়
একটা ভাঙাচোরা পুরানো দেওয়াল – প্রমোটারকে দেওয়ার আগে
শেষবার দেখে নেওয়া; আকাশে অজস্র পাখি, বুলডোজার

তিরিশ বছর আগে, নব বিবাহিত
দম্পতি বাসের শব্দে মিলিয়ে নিচ্ছেন – রাত্রি বারোটা আজাদহিন্দ
ভোর চারটা কুড়ি নবদ্বীপ

সৌরভ

সন্দেহ বরাদ্দ। অজুহাতে ঢেকে রাখা দেহ

তুমি তো সমগ্র নও
যে, দুখণ্ডে ভাগ করে নেবো

Facebook Comments

Posted in: February 2020, Poetry

Tagged as: , ,

Leave a Reply