চিত্তরঞ্জন হীরা-এর কবিতা
ফ্ল্যাশব্যাক
ভাঙাচাক থেকে আরেকটু ভেঙে
দেখা হয়েছিল আমাদের প্রথমকে।
দেখা থেকে
নাচ থেকে
কিছুটা সুরবায়না
থেকে থেকে গুমখুন।
অভিলাষ মিটিমিটি খুনগুলো
রক্ত হলো না
রঙটা বদলে গেল পলকে।
পলকশায়র থেকে
শায়েরির তলে তলে কান্না।
ছলকে উঠছে গোলমঞ্চ অনেকটা
পেছন থেকেই
শুরু হয়েছিল সেদিন।
টোপ
সম্পর্কে গলছে মেহগনি
মিহি গান গলছে
হিহিতানের পুরোটা।
তারপর লম্বালয় বিলম্ব
কান ভাঙতেই
চিরবসন্তের ঝরে পড়া
শব্দ হয়
ধ্বনি হয়
কয়েকমাত্রা।
জানলার কড়াটাও ঢুকে পড়ে
লোরা থেকে
নোড়া নোড়া
কুসুমকলির দুপুরে।
Facebook Comments
Posted in: February 2020, Poetry