স্বদেশ মিশ্র-এর কবিতা
সে
আকাশরেণু মেঘে বয়ে যায়
ভ্রমরপরাগ সুর লাগে গায়ে
সে তেমন হাওয়া যেমন উত্তরণ
সহজের সাথে ঘাসের বনে
ভাসিয়েছে, মধুস্নান
বিবাহবাসর কালে উন্মনা লাগে
আকাশরেণু মেঘে বয়ে যায়
সে তেমন হাওয়া যেমন সমর্পণ
সেতু বয়ে যায় স্থির থাকে নদী
কলরোল জলে সে যেমন চুপ
তার কানে লিখে দেবো স্বর
জ্যোৎস্না জড়াবো চুলে দিনমান
প্রবাহসরোজে ফোটে প্রাথমিক
ফুলকথা, বাঁশরীবিভাস
ঝাউকথা
অপরোদ্গমের দেশে
আঁকা রয়েছে সহবাসরেণু
কয়েকটি ঝাউপাতার দিগভ্রম
কয়েকটি সহচরশৈশব মুখরিত
বিকেল এসে রোদকে গেলো রেখে
অক্ষরসেতু পেরিয়ে গেলো কেউ
আমরা কিলোমিটার গুনছি
সৈকতের কাছে গিয়ে
কি যেন কি
ভুলে যেতে চাইছে জীবন
স্থির হয়ে যাওয়া দৃশ্য
ব্রীজের ওপার থেকে হেঁটে আসছে সেই মেয়েটি
যার স্কার্ফের রঙে উদাস কিছু অপরিমেয়
যার চুলের কাছে রৌদ্রবিভাস বড় বলাকাতন্ময়
স্পর্শবিহ্বল সমাবর্তনে বেজে উঠেছে হাওয়া
কাঠের একটি ব্রীজ যার ওপার থেকে…
একটি আধপোড়া সিগারেট
একটি স্থির হয়ে যাওয়া দৃশ্য
পাথরের পাথরে পাথরে
নিহিতস্রোতের অবলীলা…
Posted in: January 2020, Poetry