সুরঙ্গমা ভট্টাচার্য-এর কবিতা

সংঘাত

আমির ভেতরে এক অন্য আমি থাকে
হেসে হাত মেলানোর আগে
অন্য কোন থেকে উঠে আসে হৃদয়হরণ
হাত মেলানোর পর জিজ্ঞেস করে,
তুফান আসার আগে আমি ঠিক কি ভাবছিলাম,
ঢেউ ভাঙবার ঠিক আগে পাথরের যে অপেক্ষা থাকে ঠিক সেরকম কিছু কি?
ভাবছিলাম আমি সেই কিছুটি ঠিক কি?
ভেতরের আমিটা বারণ করছিল
সময় নষ্ট না করে বরং উজানে হেঁটে যাও এই বেলা
মাটির শর্ত মেনে নাও
জমানো বৃষ্টি শুকিয়ে পালকের ওপরে লেখ
‘ন হন্যতে হন্যমানে শরীরে’
তারপর উড়িয়ে দাও শিলাখন্ডটির দিকে
ব্রক্ষ্মজ্ঞান পুড়িয়ে অক্ষরমালা হয়ে
অনটনের সংসারে নিজেকে রেণু রেণু মিশিয়ে দাও যতক্ষণ না তুমি, আমি-বোধ থেকে নির্বাসন পাচ্ছ।
শিখেছি এখন আমি,
এই দুই ‘আমি’ র সংঘাতের ক্ষতচিহ্ন লুকোনোর গোপন কৌশল।

Facebook Comments

Leave a Reply