সোনালী ঘোষ-এর কবিতা
অলীক বেশন
ঘুম ভাঙলে , চোখে লেগে থাকা
আগের রাতে স্বপ্ন ,আতরের মত নাছোড়।
শিখিয়ে পড়িয়ে দেওয়া রাতগুলো খুব বড় ছোঁয়াচে ;
চারদিনের ভাঙনের শব্দ…..
ঘুম যেনো জাঁকিয়ে ধরেছে। পাখিদের গান অসহ্য ঠেকছে আজকাল।
মনে হয় আধ খাওয়া সুখ লুকায় অচেনা নীড়ে,
বড্ড উগ্ৰ গন্ধ ওঠে আনাচে কানাচে……
বিশ্বাসঘাতী শ্বাপদ বুঝি, আতর লোভী।
সব নিশ্চয়তাও একদিন মধুপের মত ই উড়ে যায় মৈথুন শেষে……
জ্যোৎস্না
চোখে অন্যায়, পাশে সংকেত
কেউ জ্বালিয়ে রেখেছে লন্ঠন
কেউ দেখেনি, সাথে থাকেনি
শুধু মাপতে শিখেছে বণ্টন
কথা কেটে যায়,পাখি উড়ে যায়,
ঠোঁটে নিয়ে যায় কটা আলপিন
জল মাপছে,মাছ ভাসছে,
ছিপে জমছে শুধু প্যারাফিন।
তুই স্বপ্ন থেকে উঠছিস,
আমি রাত ভোর তোকে মাপছি
তুই স্যুটবুট আর টাই য়ে
আমি কাজল পরা ছাড়ছি
দিন আসছে দিন চলছে
দেখি সংলাপহীন বোবা প্রেম
রাত বাড়ছে , আরো বাড়ছে
দেখি চন্দন গলা নিশি হেম।
Posted in: Cover Story, January 2020