অনুবাদ কবিতা : রুণা বন্দ্যোপাধ্যায়

প্রতিবাদ করো! (Strike!)
চার্লস বার্নস্টাইন

প্রতিবাদ করো কারণ অন্ধকার হবার আগে আকাশ ধূসরিত।
প্রতিবাদ করো কারণ ছেলেবেলায় তোমার বাবা তোমাকে অনেক মিথ্যে বলেছিলেন।
প্রতিবাদ করো উছলে ওঠা তরঙ্গে।
প্রতিবাদ করো কারণ পুরোনো পথ আর মাথাঘোরানো অঙ্গীকারে তুমি হতাশ।
প্রতিবাদ করো কারণ এভাবে আর চলতে পারে না।
প্রতিবাদ করো কারণ ঠগেরা এসেছে ঠগেদের জায়গায়।
প্রতিবাদ করো কারণ প্রতিটা বালুকণা তোমাকে বলছে এ মহাবিশ্ব এক অসীম সম্ভাবনার মুক্ত ময়দান।
প্রতিবাদ করো কারণ টোপ ফেলে গেঁথে ফেলা দেখে তুমি ক্লান্ত ও বিরক্ত।
প্রতিবাদ করো কারণ নেকড়ে গর্জায় অস্বচ্ছ মুখোশধারীর জঙ্গলে।
প্রতিবাদ করো কারণ তুমি দুঃখজর্জরিত তবু তোমার অন্য বিকল্প শুধু রুপোলি পর্দায় চোখ পেতে ঘরে বসে থাকা।
প্রতিবাদ করো কারণ প্রতিটি আশা হতাশায় শুরু হয়।
প্রতিবাদ করো কারণ কর্তারা কর্মীর ঘামসিক্ত বাস্তবতা যাচাই করতে চায়।
প্রতিবাদ করো কারণ একমাত্র যৌথতাই দমননীতি থেকে আমাদের আলাদা করতে পারে।
প্রতিবাদ করো কারণ তুমি বিক্রয়যোগ্য নও।
প্রতিবাদ করো কারণ সূর্য আর আগের মতো উজ্জ্বল নয়।
প্রতিবাদ করো কারণ লোভাতুর যন্ত্রটার কব্জা খোলা দরকার।
প্রতিবাদ করো কারণ আবৃত্ত দুঃস্বপ্নের অন্তহীন জালে তুমি নিজেকে হারিয়েছ।
প্রতিবাদ করো কারণ তোমার বাচ্চারা বলে এটা তেমন কোনো ব্যাপার নয় আর বাবা-মা বলেন এখনও সময় হয়নি।
প্রতিবাদ করো কারণ দানবও নশ্বর।
প্রতিবাদ করো কারণ যন্ত্রণা মাত্রা ছাড়াল, কাজ এত বেশি অথচ স্বীকৃতি কৃশকায়।
প্রতিবাদ করো কারণ তোমার বলার অধিকার নেই।
প্রতিবাদ করো কারণ এমন হওয়ার কথা ছিল না।
প্রতিবাদ করো কারণ ক্যাপ্টেন ধনবলে ক্ষমতাপ্রাপ্ত শাসনের ডেরার দিকে জাহাজ চালিত করছে।
প্রতিবাদ করো কারণ প্রতিটা আক্রমণের প্রতিআক্রমণ, প্রতিটা অপমানের স্বীকার প্রয়োজন।
প্রতিবাদ করো কারণ তুমি অন্যকিছুর জন্য ক্ষুধার্ত।
প্রতিবাদ করো কারণ তুমি একে ভুলতে পারো না, যেতে দিতেও পারো না।
প্রতিবাদ করো কারণ তাদের ভণ্ডামির চেয়ে তোমার আপন মর্যাদার মূল্য বেশি।
প্রতিবাদ করো কারণ হাতগুলি মরিয়া হয়ে ওঠা মানুষকে নিঙরে শুকনো করার জন্য নয়।
প্রতিবাদ করো কারণ শক্তি হ’ল কানাগলি, এঁদোগলি আর ছাপিয়ে যাওয়ার অনাবিষ্কৃত টানেলগুলোর দুমুখো রাস্তা।
প্রতিবাদ করো কারণ তোমার খালি হাতদুটোই তোমার একমাত্র সঞ্চিত সম্বল।
প্রতিবাদ করো কারণ কয়লার ধুলোয় দমবন্ধ হয়ে আসছে আর খনিগুলো জীবন্ত কবর হয়ে উঠছে।
প্রতিবাদ করো কারণ নতুন নামে পরিচিত সবেতেই তুমি হতাশ আর কিছুই পাল্টালো না দেখে তুমি নিরাশ।
প্রতিবাদ করো কারণ তুমি পরিত্যক্ত।
প্রতিবাদ করো কারণ তুমি এভাবে আর বাঁচতে চাও না।
প্রতিবাদ করো কারণ পাটাতনে গাদা করা জিনিস অথচ ব্যাপারি বলছে তুমি ঠকাচ্ছ।
প্রতিবাদ করো কারণ সকলেই শুনছে কিন্তু কেউ কিছু বলছে না।
প্রতিবাদ করো কারণ তুমি এটা অন্য কোনোভাবে বলতে পারো না।
প্রতিবাদ করো কারণ অর্থ বানানো হয়েছে শেখানো হয়নি।
প্রতিবাদ করো কারণ জীবন একটা গল্প আর তুমি তার কথক।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে বলেছি বলে।
প্রতিবাদ করো কারণ আমি কখনই তোমাকে নিরাশ করব না।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে বলেছি এক কিন্তু করেছি আর এক।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে নিরাশ করেছি।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে চেষ্টা করার জন্য নিজেকে বেকুব ভাবতে শিখিয়েছি।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে কান্নার জন্য নিজেকে বেকুব ভাবতে শিখিয়েছি।
প্রতিবাদ করো কারণ জেতো বা হারো, এটাই করণ যা করা হয়েছে।
প্রতিবাদ করো কারণ তুমি শোয়ের টিকিট পাওনি।
প্রতিবাদ করো কারণ কখনই তোমার নিজের কোনো ভাবনা ছিল না।
প্রতিবাদ করো কারণ তোমাকে বলার জন্য কেউ মাথা ঘামায়নি।
প্রতিবাদ করো কারণ তুমি এখনও করতে পারো অথবা করতে পারো বলে ভাবতে পারো অথবা করতে পারতে বলে ভেবেছিলে।
প্রতিবাদ করো কারণ এটা বেসবলের চেয়ে ভালো।
প্রতিবাদ করো কারণ আগামীকাল তারা তোমার জন্য আসবে।
প্রতিবাদ করো কারণ এটাই হয়তো তোমার শেষ সুযোগ।
প্রতিবাদ করো কারণ তোমার হাতে দাম থাকা সত্ত্বেও অফারটা তেমন যথেষ্ট ছিল না।
প্রতিবাদ করো কারণ প্রতিরোধ মানহানির চেয়ে সুখকর।
প্রতিবাদ করো কারণ তা না করাটাই তুমি বেছে নিয়েছিলে।
প্রতিবাদ করো কারণ অনন্তর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে।
প্রতিবাদ করো কারণ বাতাস না থাকলেও সে তোমার ঘাড়ের ওপরেই আছে।
প্রতিবাদ করো কারণ সকল পথই বিপথে যায়, সকল আশাই ব্যর্থ হয়, নিদেনপক্ষে যদি ব্যাপারগুলো আরো মন্দ না হয়।
প্রতিবাদ করো কারণ তোমার জীবনের জেলিগুলো জোয়ারকিনারে সার বেঁধে দাঁড়িয়েছে তোমাকে জল থেকে তুলে আনতে।
প্রতিবাদ করো কারণ তুমি তৃষ্ণার্ত আর জলটা দূষিত।
প্রতিবাদ করো কারণ স্বল্পালোকিত রেস্তোঁরাতে একটা দেশলাইও খাদ্যতালিকা পড়া সহজ করে তুলতে পারে।
প্রতিবাদ করো কারণ তারা যেভাবে এই গ্রহটাকে আবার সাজাচ্ছে তুমি তা ঘৃণা করো।
প্রতিবাদ করো কারণ বসন্তের এই মরসুম কিছুটা ধাক্কা চায়।
প্রতিবাদ করো কারণ তোমার ভুলগুলো তাদের ভুলগুলোর মতো তত মন্দ নয়।
প্রতিবাদ করো কারণ তোমার অমনোযোগ বেশি হয়ে গেছে যতদিন চেয়েছিলে।
প্রতিবাদ করো কারণ ঘণ্টা বাজছে তবু তুমি বধির প্রায়।
প্রতিবাদ করো কারণ তুমি এখন যা জানো বলে ভাবছ তা হয়তো বেশিই ছিল যখন তুমি কম জানতে।
প্রতিবাদ করো কারণ রক্তক্ষয় সহ্য করা যায় না।
প্রতিবাদ করো কারণ তোমার হৃদয় ভেঙেছে আর শকুনেরা মাথার ওপর, টুকরো করতে প্রস্তুত।
প্রতিবাদ করো কারণ আত্মতৃপ্তি শুধু সময়ের অপচয়।
প্রতিবাদ করো কারণ কিছু করা যখন পায়ুযন্ত্রণা, কিছুই না করা আত্মার যন্ত্রণা।
প্রতিবাদ করো কারণ সংশয়ের ছায়া হিপির হংসগীত।
প্রতিবাদ করো কারণ যখন পারতে তখন করোনি আর এখন অনেক দেরি হয়ে গেছে।
প্রতিবাদ করো কারণ তা সশব্দ।
প্রতিবাদ করো কারণ এ এক নীল সংগীত।
প্রতিবাদ করো কারণ জীবনে তোমার যথেষ্ট কবিতা নেই অথবা থাকলেও তা ভুলভাল কবিতা।
প্রতিবাদ করো কারণ তোমার সমস্ত রসদ শূন্য হয়ে আসছে।
প্রতিবাদ করো কারণ পাপিয়া অস্থির হয়েছে।
প্রতিবাদ করো কারণ শেষপর্যন্ত দাওয়াই কাজ দিতে শুরু করেছে।
প্রতিবাদ করো কারণ তুমি প্রেমে পড়েছ বা প্রেম হারিয়েছ, সফল হয়েছ অথবা পুরোনো ঘা খুঁচিয়ে তুলেছ, আইডিয়া আর আসছে না অথবা পরিকল্পনা উথল দিচ্ছে, ভেঙে পড়ছ অথবা কাজ করছ।
প্রতিবাদ করো কারণ ধনীরা তোমায় মরতে দেবে তবু তাদের ভাগের ট্যাক্স দেবে না।
প্রতিবাদ করো কারণ আমরা দারিদ্র্যকে অপরাধী করি আর কর্পোরেট চুরিকে বৈধ করি।
প্রতিবাদ করো কারণ শীর্ষে থাকা পুরুষরা শীর্ষপুরুষ নয়।
প্রতিবাদ করো কারণ তুমি আমেরিকাকে বিশ্বাস করেছিলে অথবা কখনও করোনি কিন্তু চেয়েছিলে।
প্রতিবাদ করো কারণ সুপ্রিম কোর্ট জেরির মত স্থুল ও তাৎক্ষণিক উপায়ে বানানো, তার বিচার সম্মানহীন।
প্রতিবাদ করো কারণ মারডক ও ব্যর্লাসকোনির বিগ ব্রাদার বনে যাওয়া লিভারকাটা সসের মতো।
প্রতিবাদ করো কারণ একা একা ট্যাঙ্গো নাচা মজার কিছু নয়।
প্রতিবাদ করো কারণ তুমি মুলতুবি রেখেছিলে কতদিন তা ভুলে গেছ আর বেলাইন না হয়ে লটকে থাকতে চাও।
প্রতিবাদ করো কারণ এটা প্রায় প্রোজ্যাকের মতো কার্যকর।
প্রতিবাদ করো কারণ তোমার সবুজে ততটা কমলা অথবা ম্যাজেন্টায় ততটা ফিকে লাল নেই।
প্রতিবাদ করো কারণ ম্যানহাটানগুলো টক লাগছে আর জিন রামি বড্ড নীরস।
প্রতিবাদ করো কারণ এ বৃথা।
প্রতিবাদ করো কারণ তুমি কী করছো কেউ পাত্তা দেয় না।
প্রতিবাদ করো কারণ তুমি এটাই বোঝাতে চাও বা চেয়েছিলে অথবা তেমন ভাবাটা কি খুব সুন্দর নয়।
প্রতিবাদ করো কারণ আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি শুনতে চাওনি আর তা শোনোওনি।
প্রতিবাদ করো কারণ তুমি বিরতি চাও অথবা তুমি ভেঙে পড়েছ, হয়তো তুমি বৃহত্তর ছবিটি দেখেছ বা তোমার ভিশান ক্ষয়ে যাচ্ছে আর তুমি কেবলমাত্র সামনের টুকুই দেখতে পাও।
প্রতিবাদ করো কারণ বসে থাকার কদর বুঝতে কখনোসখনো তোমাকে দাঁড়াতে হয়।
প্রতিবাদ করো কারণ শেষ পর্যন্ত স্বপ্নও ভেঙে যায়।
প্রতিবাদ করো কারণ তুমি ভাবোনি এটা তোমার ভেতরে আছে।
প্রতিবাদ করো কারণ এটা তোমার ভেতরে নেই।
প্রতিবাদ করো কারণ লোহা শীতল আর সবুজ পিঁপড়ের দুর্দশার মতো হৃদয়হীন।
প্রতিবাদ করো কারণ তুমি বিপ্লবটা ফসকেছ।
প্রতিবাদ করো কারণ প্রত্যেকের জীবনে দুবার বিপ্লব আসে।
প্রতিবাদ করো কারণ বিপ্লবটা শেষ নয় বরং মুখোমুখি।
প্রতিবাদ করো কারণ তোমার উদাসীনতা তোমাকে অসীম আনন্দ দেয়।
প্রতিবাদ করো কারণ তুমি নিজের আওয়াজ হারিয়েছ।
প্রতিবাদ করো কারণ তোমার হাতে বিকল্প আছে।
প্রতিবাদ করো কারণ তুমি গণসংগীতে যোগ দিতে চাও।
প্রতিবাদ করো কারণ তুমি সর্বদাই একক সংগীত চেয়েছিলে।
প্রতিবাদ করো কারণ এটা বড্ড বেশি সময় নিচ্ছে।
প্রতিবাদ করো কারণ তুমি এই গানটা গাইতে চাও।

Facebook Comments

Leave a Reply