রোমেল রহমান-এর কবিতা

ফ্যাসিবাদ দেখলে আমার গা ঘিনঘিন করে!

ভাঙার সময় এলে তুমি ভাঙো, তাকিয়ে থেকো না।
জ্বালিয়ে দেবার আগুন দিনে তাকিয়ে থেকো না।
নষ্ট সময় খেঁকিয়ে ওঠে যদি, তুমি নীরব থেকো না।

ওঠো,
তুমি আঙুল তুলে তাকাও ওদের চোখে।
বল,
তোমার চিবুক চেরা তীক্ষ্ণ বিরোধিতা।
দেখো,
ওরা কুঁকড়ে যাচ্ছে তোমার মুখোমুখি!

তুমি কণ্ঠ ছাড়, মাতম শ্লোগান তোল;
তুমিই যদি দেখতে থাকো চুপ, লড়াইটা কে লড়বে?
পাল্টা চাবুক ছাড়া তোমার বিজয় অনিশ্চিত।

ভাঙো, এখন ভেঙে ফেলার সময়!

শিস

সময় এখন নীরব থাকার পক্ষে নয়
সময় এখন গুটিয়ে থাকার নয়
সময় এখন কণ্ঠ খুলে বলার
চাই সকলের মিলিত চিৎকার!

আগুন জ্বেলে দেবার এখন দিন
আঙুল তুলে প্রশ্ন করার এখনই ঠিক দিন
মৌনতাকে গুঁড়িয়ে এবার বল-
‘রাষ্ট্র তোমার বিরুদ্ধে আজ আমি,
ঘেন্না করি…ঘেন্না করি তোমার সকল চোখ,
রাষ্ট্র তুমি পিশাচরূপী পাষণ্ড ধর্ষক!
রাষ্ট্র তুমি খাকি পোশাক, এক নায়কের ঘর;
রাষ্ট্র তুমি কণ্ঠ চেপে ধরা,
নষ্ট তুমি
ভ্রষ্ট তুমি
কার্তুজে দাও শিস;
সবাই জানে তুমি এখন তোমার প্রচারণা।

Facebook Comments

Leave a Reply