নির্মাল্য ঘোষ-এর কবিতা

অস্তিত্ব

নিজের অস্তিত্বকে গুটিয়ে গুটিয়ে এক
জায়গায় জড় করেছি
এবারে আগুন লাগাব..
অনুভূতি আত্মহত্যা করেছে কবেই…
এবার প্রতিশোধ
শেষ বয়সের ভালোবাসা পৃথিবীর
শেষ প্রান্তের মত
সামনে সুন্দর কিন্তু এগোলে মৃত্যু…
এই ধূর ছাই এখন বর্তমান বোঝে
জন্তুর মত…
মনের সমাধি…
শুধুই অস্তিত্বের ফড়ফড়ানি…
প্রয়োজন প্রিয়জন হলে ভালোবাসা
এপিটাফে লেখা থাকে
আর খাজুরাহোর যক্ষিনী প্রাণ
ফিরে পায়…
আমার আত্মগোপনের ইতিহাস
শুধু সেই বোঝে..

মুখোশ

অনেকগুলো পর্যায় সরণি পার হয়ে
পৌঁছে গিয়েছি গন্তব্যে…
কাকটা কাকতালীয় ভাবে ইলেকট্রিক
পোলের মাথায় বসে…
রাজার মত..
কিন্তু রাজা নয়…
রাজা হওয়া সোজা নয়..
প্রজা চাই..
গন্তব্য পৌঁছানোই সব নয়
আরেকটা গন্তব্য শুরু…
আরেকটা ইলেক্ট্রিক পোলের
মাথা মুখোশ চেনায়
অক্ষরের জ্যোৎস্না নেমেছে
আমার ঘরে
আমি মুখোশ পরিবর্তন করি

Facebook Comments

Leave a Reply