দেবাশিস মজুমদার-এর কবিতা
ক্রুসেড নয়
আমরা যত তাড়াতাড়ি খ্রিস্টান হই বড়দিনে
তত তাড়াতাড়ি মুসলিম হই না ঈদের দিনে
কত সহজে মামনি-টুম্পারা মেসেজ পাঠায়
‘হ্যাপি ক্রিসমাস’ বা ‘মেরি ক্রিসমাস’ বলে
ঢালাও বিকোয় ‘ক্রিসমাস ট্রি’ কিংবা
সান্তাক্লজ টুপি হৈ হৈ করে,
কেকের আসর বসে দোকানে দোকানে
যেভাবে অপেক্ষা থাকে ক্রিসমাসের
ছুটিতে কোথাও হারিয়ে যাবে বলে —
কত সহজে সহজে রহমত বিক্রি করে ‘ক্রিসমাস
ট্রি’ কিংবা ‘বিজয়া গ্রিটিংস’
অথচ ‘হ্যাপি ঈদের’ মেসেজ বা
বাহারী ‘ফেজ’-এর সাদা রঙে ডুব দেয় না
কিংবা ‘সিমুই’ ‘বিরিয়ানি’র প্রলোভনে বা
‘লম্বা ছুটিতে’ মাততে পারি না
অথবা ‘দুলদুল’ বা ‘তাজিয়া’র মিছিলে
মেতে ওঠায় সায় থাকে না মনের
অথচ ‘ভয়’ থাকে মহরমের দিনে
হিসেবি পদক্ষেপ আছে বাড়ি থেকে
বেরোবার সময়
তাইতো আমরা ঈদের প্রার্থনায় ‘বন্ধ’
রাস্তার খবর শুনে রূট বদল করি
বদল করি মতামত
স্রেফ ‘ওরা’ বলে
বিশ্বাস নেই কাদের
আমাদের না ‘ওদের’?
বেইমানী করছে কারা
‘আমরা’ না ‘আমাদের উদারতা’?
এও এক ‘মানবিক ক্রুসেড’
যেখানে ক্রুশে বিদ্ধ হয়েছে…
ভালবাসা।
Posted in: Cover Story, January 2020