ওয়াসিম আনসারী-এর কবিতা
সান্টা
এবারো তুমি এলে না আমার দরজায়—সান্টা
দুষ্টু বাচ্চাদের জন্য তোমার কাছে কোনো উপহার নেই
দুষ্টু ছিলাম বলে ছেড়ে চলে গেছে মা
বুকের নরম মাটিটুকুর সুগন্ধ রেখে দিয়েছি সযত্নে
আলোর কান্নায় ভেসে যাওয়া পার্থেনিয়াম বনভূমি
বছর শেষের লাল বেলুন আমোদিত শীত তবুও নির্জন
মানুষের মিছল মিছিলের মানুষ প্রেতের মতোন
সুগন্ধটুকু শেষ হতে রাজি নয় তবু।
Facebook Comments
Posted in: Cover Story, December 2019