তপোন দাশ-এর কবিতা
অনুভাবনার কবিতা – ৬১
বাড়ির উপর সামুদ্রিক দৌড় একটা
পা ফেলা গাছের খোঁজ হয়
জলরঙে ভরি নতুন বছর
শুকিয়ে ওঠার আগে
ব্যায়াম ভাঙার সিনেমা
আভোরে সাঁতার শিখে নেয় রোদ্দুর
অনুভাবনার কবিতা – ৬২
কুয়োর শব্দে ঘুরিয়ে দেখো
গভীর আলো ক্রমাগত শরীরে
ধাক্কা হয়ে শুয়ে পড়ে কোলাজ
জলপ্রপাতের ছাপ অপর লিখছে
পরপর রোদভরা ক্ষুধা পোড়াচ্ছে সীমা
Facebook Comments
Posted in: December 2019, Poetry