সুশান চক্রবর্তী-এর কবিতা

একদিন জানতে চেয়েছিলে

একদিন জানতে চেয়েছিলে আমিকে??
সেদিন চুপ ছিলাম ….
বলার ছিল অনেকে কিছুই, হয়তো বা ছিল না,
হয়তো হয়নি বলা বহুকাল।
রাতের নক্ষত্র পাড়িয়ে অসীম অপেক্ষা আরও একবার
যে অপেক্ষা পাইনের নির্জনতায়
তিস্তার কোমলতায়।

একদিন জানতে চেয়েছিলে ভালোবাসি কিনা??
সেইদিন সংগ্রামের পথে আমি একা …
ভালোবাসা হোলো, জীবন কাটানো হোলো না একসাথে।
এক যুগ প্রায় কথা নাই, যোগযোগ নেই, মেলামেশা নাই, …
কিন্তু প্রেম আছে কি আমাদের??
কাল থাকে কালান্তর পেরিয়ে
ইতিহাসে গড়ে তোলাই আমার প্রেম।
ন্যায়ের পক্ষে কখনও অস্ত্র, কখনও কলম ধরাই ‘ভালোবাসা’।

একদিন জানতে চেয়েছিলে আমি কোথায়??
সেদিন আড়াল ছিলাম, হাতে পায়ে লোহার শিকল ছিল
আমি ছিলাম সহস্রকোটি ভারতবাসীর মধ্যে…
ছিলাম চাষীর রক্তে,
ছিলাম শ্রমিকের গায়ের ঘামে
আজও আছি ভোরের আলোর প্রথম বিপ্লবে,
আমি আছি নবজাগরণে।

Facebook Comments

Leave a Reply