শিবসাগর দেবনাথ-এর কবিতা

ছবি

আজ আমি তোমাকেই আঁকব।
এইযে ছড়িয়ে আছ, স্নেহকাতর শিশুর
মুখের বুলির মতো, এই ছড়িয়ে থাকা যেন পুঁতি,
যদি গাঁথি?
গিঁটে গিঁটে উঠে যাব পাহাড়ে; জানি বেশি দেরি নেই
সন্নিকটেই টাঙ্গানো তোমার সমুদ্র স্নানের ছবি
 
মনে হয় আমি চিত্রক…ছুটব
পিছনে ডাকছে ভয়, নাকি কাক-প্রেত?
 
আমি দেখছি, তুমি ধীরে ধীরে
মাটি থেকে ঘাস হয়ে উঠছ…
ওই গাছ: ডালে তার বাতাবিলেবু, রিক্ত কোটর
―এইভেবে কতবার গোপনীয় খুন করে ফেলি
 
 

ঋণ

২.
যেন এক নিশিডাক ঘুরেফিরে পাখিদের ঝাঁকে
ফুলচোরের পায়ের মতো টিপে টিপে ভোর হয়,
কেটলির কুলকুচি, হাড়ির টংকার, যজমানি আতপ চালের গন্ধে
ভরে ওঠে পাড়াময়
 
হয়ত দূরে কোথাও একটা লাল ফিতে খুলে গেছে, অবাধ্য চিকরাশি;
নুলো গাছের নীচে খসে পড়ে জামফুল, বেবাগি চোখের পাতা
মনে হয় ডানা ছিল, মনে হয় ক্ষয়ে গেছে ঠিক
তোমার স্বরের মতো…

Facebook Comments

Leave a Reply