সমীরণ ঘোষ-এর কবিতা
হাসির ডোরাকাটা
ফুরিয়ে যাওয়া জামার ডোরাকাটা। অনিশ্চিত। কয়েদির কেউ
ব্লেডের মেরুদেশ টেনে সান্তা আসছে। ধাতুর কোরক। আর
ডোরাকাটা সংখ্যা হাসছে অবিকল
স্তেপ ভেঙে অপ্রস্তুত কাঁটার মুকুট। হাঁসের সামান্য
সান্তা হাসছে। দেশহীন গরাদের ছায়াও হাসছে। ক্ষীণ ঠোঁটের বরফ
বুরুজের ঘণ্টায় কাঁপা ডোরাকাটা শিবিরের শীত
ডিসেম্বর ডিসেম্বর ফেটে স্কন্ধকাটা হাসির বিদ্যুৎ
Facebook Comments
Posted in: Cover Story, December 2019