প্রণব চক্রবর্তী-এর কবিতা

আলোর কবিতা

মানুষ আছে বলেই
তুমি দেশটাকে ভাবতে পারছো
মানুষ তাড়ালে
কোন্ দেশ দেখাবে আঙুলে

লু শুন বলেছিলেন
পৃথিবীর আদিতে
পথ বলে কিছু ছিল না
অনেক মানুষ যখন
কোথাও দিয়ে চলতে শুরু করে
পথ হয়ে যায়

যে মানুষ তোমাকে রাজা বানালো
তাকে যদি বিদেশি বানাতে চাও
তারা পারে, তারা অনেক মিলেই
চেয়ার ছিটকে ফেলে
তোমাকেও ধুলায় নামিয়ে
অন্ধত্বের নামাবলী দুচোখে জড়িয়ে
সীমান্ত পার করে দিতে তো পারেই
যদি পথ পরিচিত নাই পাওয়া যায়
বদলের পথটাও
বানিয়ে নেবে ঠিক…

Facebook Comments

Leave a Reply