মনীষা চক্রবর্তী-এর কবিতা

ধৈর্য

মাঝ পথে বসে যে মেয়েটি
ছক কেটে বাড়ি আঁকার চেষ্টা করেছিল,
বহু দিন পেট পুরে খেতে পায়নি

মাথার উপর কেবল গড়িয়ে গেছে
ভার চড়ানো কিছু জনতার ভিড়
আর খান দশেক উঁচু কাঠামোর, লম্বা ব্রিজ ।

তবে কাঠ কয়লার সাথে পুড়তে থাকা বিশ্বাস,
পরিষ্কার কাপড়ে ঢাকা আভিজাত্যের ঘৃণা
তার ধৈর্যের নদী থামতে দেয়নি,

ভাঙতে দেয়নি তার আশার উপর দাঁড়িয়ে থাকা বাড়িটিকেও,
কেবল এক সকালের অপেক্ষায়
যার রাত্রি ঠিক কেটে যাবে ঘুমের ঘোরেই,

সেই ধৈর্যের ইঁটেই একটু একটু করে গড়ে উঠছে
মাঝ পথে বসে থাকা
সেই মেয়ে, আর তার নিচু তলার মানুষ…

Facebook Comments

Leave a Reply