জ্যোতির্ময় মুখোপাধ্যায়-এর কবিতা
আলো
নিজের নাভির উপর এক পা রেখে দাঁড়িয়ে আছি
এক পা আলতো বুকে
সময়ের সঙ্গে যা কিছু বিনিময়
তাকে আঁকতে বসলে দেখি
এমনই এক উলঙ্গ ছবি
বড়ো অন্ধকার
সময়ের গলা জড়িয়ে বসে আছে সাপ
দংশনে দংশনে আমাকে নীল করে
ক্রমে কণ্ঠে নীল সাজিয়ে আমি সদাশিব
অন্ধকারের গুপ্ত বীজে আলো আঁকি
অবশেষে একটা মানুষ…
নিজেকে উর্দি সাজিয়ে একটা মানুষ
এসে দাঁড়াল আয়নার সামনে
ঝুলে যাচ্ছিল অধর, যেন টপ করে
মরবে বলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল একটা কাক
ফুঁপিয়ে কেঁদে উঠল মানুষটা
ক্রমে দীর্ঘ হচ্ছিল হা, হা-এর ভেতর
মাথা গলিয়ে দেখতে লাগল অনেকদূর
বেশ শুনশান, কোনও মাছি নেই
শুধু একটা কাক মরে পড়ে আছে
নিশ্চিন্ত হল মানুষটা
অবশেষে একটা মানুষ, নিজেকে
ভাঁজ করতে করতে ঢুকে পড়ল নিজের গোটানো শরীরে
Facebook Comments
Posted in: Cover Story, December 2019
ভালো লাগলো…