রোয়াল্ড হফম্যান-এর কবিতা অনুবাদ : অনিন্দ্য রায়
নবম কিস্তি
জুন ১৯৪৩
(June 1943)
যুদ্ধ শেষ হওয়ার অনেকদিন পর পর্যন্ত
অন্যেরা সব ফিরে এল, আমি তাই নিশ্চিত ছিলাম যে
তুমি মারা যাওনি, বাবা।
যখন ওরা তোমাকে নিয়ে শহরের ভেতর দিয়ে কুচওকায়াজ করছিল
হয়তো ওদের হাত ছাড়িয়ে দৌড়ে তুমি
মুক্তি পেয়েছ। তোমার জায়গায় অন্য কাউকে
গুলি করেছে ওরা। একদিন
তুমি আসবেই আসবে।
রোগা, দীর্ণ, গল্প করবে সেই জলাভূমির
যেখানে লুকিয়েছিলে।
রাশিয়া থেকে অনেকটা পথ হেঁটে
একদিন তুমি ফিরে আসবেই।
আর যখন আমাকে বিফল করে
তুমি আর এলে না, মায়ের কাছে
আরেকবার শুনতে চাইলাম
কী ঘটেছিল, আর আমি
ঢুকে পড়তে চাইতাম সেই ইহুদি মনে
যে তোমার খবর ফাঁস করে দিয়েছিল
বাবা,
যে তোমার লুকোনো বন্দুক
তোমার স্বাধীনতার পরিকল্পনা প্রকাশ করে দিয়েছিল
আমি তাকে তোমার সাহসের ব্যাপারে বলতে চাইতাম।
যখন এটা কাজে লাগল না, বাবা,
চাইতাম আমার যেন অনেক ক্ষমতা হয়,
যেন তুমি যখন এসএস বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিলে
যে তার বন্দুক বের করেছিল
সেই ইউক্রেনীয় পুলিশের রক্তে
ভদকা মিশিয়ে তাকে শ্লথ করে দিতে পারি
আর এটাও যখন সফল হল না,
বাবা,
আমি ঝাপ বন্ধ করে দিলাম
আর যেসব মানুষকে বাধ্য করা হয়েছে
ঘটনাটা দেখার জন্য চকে উপস্থিত হতে
তাদের মুখ ঘুরিয়ে দিলাম অন্যদিকে
যেন তারা দেখতে না পায় তুমি পড়ে যাচ্ছ
যেন তারা শুনতে না পায় তুমি বলছ
দুবার, আমার মায়ের নাম।
[এসএস বাহিনী: Schutzstaffe বাহিনী, হিটলার ও নাৎসি দলের আধাসামরিক বাহিনী]
আমার যা তাড়িত করে
(My Haunt)
চিলেকোঠায় সামলে রাখা ছবিগুলি। লোকটি
আর হাঁটি-হাঁটি এক শিশু, দরজা-খোলা
একটুকরো কড়া রোদে ফ্রেম-করা।
যন্ত্রপাতির নকশা করার তাঁর বাক্স
মাঠে পড়ার টুপি, আঙুল দিয়ে
খট করে বাক্সটিকে বন্ধ করেন তিনি
কম্পাসের ওপর তাঁর হাত।
আমার মস্তিষ্কে স্নায়ুর দল একবার মনে করেছিল
১৯৪৩-এর গোড়ার দিকে তিনি কেমন
আমার মাথায় আদর করতেন।
আইডেন্টিটি কার্ডে লেখা “ইহুদি,
হিলেল সাফ্রান, রাদেবিউল জিএমবিএইচ কর্তৃক নিযুক্ত
যাতায়াত অনুমোদিত”
স্বাক্ষরঃ গৌলেইটার কে. মুলার
শ্রমশিবিরে আপেক্ষিকতা তত্ত্বের ওপর
একটা আধাপরিচিত পোলিশ বইতে
তিনি লিখতেন লম্বা লম্বা নোট।
কেউ তো নিশ্চয়ই জানে
জোচুভ শহরের কোথায় ওরা তাঁর শরীর টেনে তুলেছিল।
ছবিতে তাঁর চোখগুলি।
আমার চোখ, আমার সন্তানদের।
[জিএমবিএইচ: জার্মান Gesellschaft mit beschränkter Haftung-এর সংক্ষিপ্ত রূপ, প্রাইভেট লিমিটেড কম্পানির জার্মান নাম, Ltd.-এর সমতুল্য]
Posted in: December 2019, Translation