টিপু সুলতান-এর কবিতা
আমার পায়ের গহীন শব্দ
আঙ্গুলের কররেখার পাশে রঙ্গশালা।
আমার পায়ের গহীন শব্দ
প্রজাপতি বহুক্ষণ লুকিয়ে দেখছে
অরণ্যের ভেতর থেকে ডুমুর ফুল হাসছে
শুনতে পাচ্ছে-
রঙ্গশালায় এলানো উজ্জীবিত সহবাস
সকল আভিজাত্য শিল্প
হৃদয়ের ভেতর সচরিত্র পাহারা দিচ্ছে
আমি চারদিকে ডাগর মাথা তুলে
আঙ্গুলের কররেখা খুলে
এক বিপজ্জনক সাঁকো পার হয়ে যাচ্ছি
নাচঘর
সাফল্যের লড়াই শিখতে গিয়ে
অনেকবার পরাস্ত হয়েছি
সমুদ্র ভাঙ্গা নুন-লবণ ছোবলের কাছে
যতবার তার কাছে যেতে চেয়েছি
রেসকোর্স জোয়ারধ্বনি
সমাধি আলিঙ্গন
অমর সৌধ সংগীত
ঠোঁট ও কোমল ভাষায়
ম্রিয়মাণা অন্ধকার কুড়িয়ে
কেবল নাবালক পেছনের
কালো গোলাপ ছুঁতে-
অথচ রঙ্গশালা নাচঘর হতে
ছড়িয়ে যাচ্ছে তামাশার জ্যোতিঃ
আমার মেরুদণ্ড গাছ গ্রীবায়
সবুজ পাতায়-নিষিদ্ধ কাঁটা!
Posted in: October 2019, Poetry