স্বদেশ মিশ্র-এর কবিতা

১.


সেই যে সে একজন,
বিকেলের ঝাউফলপ্রিয়
ফুলপ্রয়াস ফেলে রেখে
হেঁটে চলে গেছে
সে এক পরিব্যপ্ত তরঙ্গরত
মোহময়
ঘাসের পরে প্রান্তরের পরে
অথবা
পরম কোনো উন্মোচনের কাছে
পরম ঘুমের কাছে
চুপ করে রেখে গেছে চিঠি
আমি তার তথাগত হই…

২.

তোমার আমার ফাঁকা নির্জন
নাকি নির্জনে তুমি আমি নেই
এইরকম নেই হয়ে থাকা যায়
এইরকম হাওয়ার কাছে
আর লুকিয়োনা
ফলিত রোদের কুসুম,
অথবা কাঠের শব্দ
পাশের জানলা দিয়ে
রেণুগন্ধ আসে
সূর্যের উত্তাপ দেহে আনে উপশম
তুমি স্কার্ফ রেখো নম্র আর
অন্য কারণে আমি
সিগারেট খেতে চলে যাবো
তুমি তখন কথা বোলো ফোনে
কথা বোলো খুশি
যতক্ষণ…

৩.


নিরুক্ত কুসুমের
তরঙ্গপ্রবাসহেতু
ক্রমাগত ফগ উড়ে আসে
ক্রিমসনরঙের এক কাঠের
বারান্দায় দুর্দান্ত একটা থিন লাইন
যেভাবে সমাচ্ছন্ন করে

অক্ষরে ঢেউ লাগাবোনা
নিহিতবোতাম গুলো ভুলে
মুঠো আরো খুলে খুলে যাবো…

Facebook Comments

Posted in: October 2019, Poetry

Tagged as: ,

Leave a Reply