নির্মাল্য ঘোষ-এর কবিতা
রূপান্তর
জলের দাগ চর্চা করি দরজা বন্ধ
করার জন্য…
উঁকির অভ্যাসে নাচে একটা দুটো
স্মৃতি অথবা বিস্মৃতি…
চশমার পোগ্রেসিভ লেন্স দৃষ্টি ঝাপসা
করে কিম্বা স্বচ্ছ…
আর স্বজন শক্তিশেল স্বপ্ন দেখার দিক
বদলায় হিমশীতল দৃঢ়তায়…
আমি বদলাই
আমি দৃঢ় হই
আমি সার্বজনীন হই
Facebook Comments
Posted in: October 2019, Poetry