নিয়াজ আজিজ দ্বীপ-এর কবিতা
সবুজ অভিমান
এই অভিমান, ধানপাতার ক্ষত —
রোদে পোড়া ঘাস- জৈব নালিশ।
আমাকে মুক্ত করো তুমি আকাশ;
তরুছায়া- মেঘ ধানের প্রাচুর্য-
কৃষকের গোলায়।
আমাকে মুক্ত করো মুদ্রায়- দামে- অংকে;
আমাকে সরল করো কৃষকমনে-
শুদ্ধ পাল্লায় শিখি-
ধানশিল্প।
খুনী চাঁদ
আমি জানি, সেই রাতের পর তোমার ঠিকানার
পরিবর্তন হয়েছে।
যেমন, নীল কাগজে লাল বর্ণ গুলো
বিষাদ ময় লাগে।
আমি অগনিত অপেক্ষায় থেকেছি —
তারা’দের খোলসে লুকিয়ে কিছু মুক্তো —-
চাঁদের কঙ্কাল;
সমান্তরালে তুমি খুনী চাঁদ।
দহন
আকাশের হৃদয়ে আমি এক নির্বিকার পাখি;
দিক হারিয়েছি,
হারিয়েছি আমার পালকের রোদ।
তবুও উড়ে চলি বিষাদের লাল মেঘ বেয়ে।
কখনো দূরবর্তী নদীকে
ভাবি তৃষ্ণার বেগে আমার প্রেমিকা।
Facebook Comments
Related posts:
Posted in: October 2019, Poetry