তন্ময় হালদার-এর কবিতা
সিঁড়ি
সিঁড়ি দিয়ে নামতে নামতে কখনো সিঁড়ি গোনার কথা মনে হয়নি
আর যখন সচেতন ভাবে সিঁড়ি গুনতে গুনতে উঠে চলেছি
দেখছি কিছু দূর গিয়ে গুনতে ভুল হয়ে গেছে
সিঁড়ির মধ্যে একটি হারিয়ে যাওয়া ব্যাপার আছে
পৌঁছানো বা পা
এটাই একটি ট্র্যাপ
সাপলুডো জড়িয়ে যায় গুটি চালা বাতাসে
সংখ্যাগুলোই ইচ্ছাপূরণ করে-
হাত দরজায় চাপ দেবে
নাকি টিকটিকির লেজ দরজার পাল্লার চাপে কাটা পড়বে
ভেতর ঘর
এটা আমার ঘর, আমি আরেকটু ভেতরে থাকি
কাটাকুটি ছবিটবি আঁকাআঁকি
খোলা জানলা, রঙিন পর্দা, কালো শিক
দেয়ালে টাঙাই। কিছু কি হয়?
অসুখ সদলবলে ঘরে
খিস্তি- খাতুন- ফুস্কুড়িদানা- পোকামাকড়
ছেড়ে দেওয়া সব কিলবিল। ধোয়া লুন্ঠন
ক্রোধেকম্মেননছন গোলমালে
শিশিতে অর্ধেক আর অর্ধেক কামড়
জিরাফ গায়ে তুলে কথা ভুলে গেছি

পরিচিতি : জন্মসাল- ১৯৮৫। পেশায় শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘ভিতর ঘর’। কবিতা ছাড়া- টুকটাক আঁকাআঁকি।
Posted in: Poetry, September 2019