তানহিম আহমেদ-এর কবিতা
আগস্টে ফিরে দেখা – ১
হলুদরঙ। একটি খরগোশ হঠাৎ হারিয়ে গেলো তুমুল
বায়ুতাড়িত সন্ধ্যের ভীড়ে। পেরিয়ে টকফলের বাগান।
বর্ধিষ্ণু ছাতিম গাছ। হাওয়াভরা কাঠ পিঠে ভর কোরে
ভাগ্যের চাকা ঠেলে নিয়ে যায় ভবঘুরে আয়ু। আনাড়ি
বৃক্ষের গভীরতা মাপতে গিয়ে সেদিন যে মেয়েটি স্বয়ং
পাখি হয়ে গেলো। আবডালে তার প্রস্থান-কথা ভাবতে
ভাবতে ফুরিয়ে আসে আগস্টের দিনপঞ্জি। আন্দামান
পাহাড় বেয়ে নেমে পড়ে রকমারি চিৎকার—শরৎকাল
জুড়ে লেগে থাকে তুলোরাশি মেঘ। ভাঙা কাচের স্বর।
নিয়ত ভাঙে অসম দ্বৈরথ—পাথরকুচির পাতা।
মানুষ
রঙহীন তামাটে এক জড় পাথরকে ঘিরে
আমরা ক’জন মিলে একটি বলয় তৈরি করি
যার কেন্দ্রে রাখা রয়েছে লোভ, ক্ষুধা এবং কাম।
তাকে অবিরাম প্রদক্ষিণ করে চলেছে নক্ষত্রপুঞ্জ
বিগড়ে যাওয়া বিশ হাজার নষ্ট নিউরন সেল
অজানা জটিল যত রোগের প্রতিষেধক—
আমরা তৎক্ষনাৎ.. তার নাম দিয়ে দেই— মানুষ।

পরিচিতি : তানহিম আহমেদের জন্ম ৩রা এপ্রিল ২০০২। প্রাতিষ্ঠানিক শিক্ষা – ইন্টার প্রথম বর্ষ।
Posted in: Poetry, September 2019