শুভদীপ সেনশর্মা-এর কবিতা

গৃহস্থালির কবিতা

আমাদের বাড়ি দোতলা
প্রবেশদ্বারের মুখে লম্বা ফটক। সেই ফটকে চাঁদ বসে থাকে।
ফটকের পরেই লম্বা বারান্দা। আমাদের নিত্যকাজের বন্ধু।
সেখানে প্রত্যেকে নির্জনে রোদ পোহায়।
বাড়ির প্রতিটি ঘরের মধ্যে প্রাণ বসবাস করে। প্রাণ আমাদের প্রদীপ।
জ্বলে থাকা ও নিভে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে আমরা সবাই।
দোতলায় ওঠার সিঁড়িটা বাড়ির এক কোণে দাঁড়িয়ে।
সেজানে কীভাবে ওপরে উঠে যেতে হয়।
সিঁড়ি দিয়ে তিন মিনিট উঠে গেলেই উদার মনের মতো আমাদের
বাড়ির ছাদ। এই ছাদ সকলকে ভালোবাসতে শেখায়।

ছাদই তো বাড়ির শেষ ধাপ। ছাদের ওপরেই আকাশ।
তারপরেই আমাদের পরজন্মের পৃথিবী।

 

প্রেম

দুটি ট্রেন পাশাপাশি গেলে
আমরা নদীর দুইধারে
অবস্থানকারী বসতি হই

একটা মাছরাঙা এসে
আমাদের জাগিয়ে তোলে

তোমার আর আমার মন এক হয়ে মিশে যায়


Profile_Pic_Subhadip_Sen_Sarma

পরিচিতি: জন্ম – ০৮.০৯.১৯৯৭। কবিতা প্রয়াস – ২০১০ সাল থেকে। বসবাস করেন কাটোয়াতে। কাব্যগ্রন্থ – ‘নির্বাকবাল্মীকি’ (২০১৭), ‘রজতসেন’ (২০১৮), ‘ব্যক্তিগত স্প্লিন্টার্স’ (২০১৯) (প্রকাশিতব্য)। প্রথম আত্মপ্রকাশ – সবাই রাজা পত্রিকা, ২০১০। বর্তমানে আলো পৃথিবী পত্রিকা ও প্রকাশনার সঙ্গে যুক্ত।

Facebook Comments

Leave a Reply