স্নেহাশিস রায়-এর কবিতা

চাঁদ

চাঁদযোনিকে অবাক দৃষ্টিতে দেখতে দেখতে কখন ভুলে যাই জন্মপাপযন্ত্রণা
অতিকায় হাড় দিয়ে চাঁদ নামিয়ে জ্যোৎস্নাতেল দিয়ে মুড়ি মাখিয়ে খাই
কিন্তু কই মুড়ি তো তাহলেও সুস্বাদু লাগে না
শৈশবের চাঁদমামা আজ শত ডাকেও আর শিশুদের কপালে ‘টি’ দিয়ে যায় না
ভয়ানক এক ময়াল সাপ তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে
তুমি বলে দাও তবে আমরা কী দিয়ে শানকিতে মুড়ি মেখে খাব
মুড়ি মুড়ি, লালা লাল রক্ত আঁকা, বমি মাখা মুড়ি

 

কবি

কবিতার হাড়ে দেখি নেচে ওঠে নিজস্ব ময়ূর
কবি তার পালক থেকে বীর্যকালি ভরে কবিতা লিখছে
পাঠক, তুমি কি আঁতকে উঠছ
কবির স্বীয়দর্পণে তুমি কি নিজেকে দেখতে পাচ্ছ
নাকি সবই ফানুসবাজি
কবির কবিতায় প্রবহমান সময়ের অনিবার্য ছাপ আছে
তুমি তাকে খুঁজে নিতে শেখো


Profile_Pic_Snehasish_Roy

পরিচিতি: জন্ম – ২১ডিসেম্বর, ১৯৯০। বসবাস করেন সোনারপুর, কলকাতা-৭০০১৫০। কবিতা প্রয়াস – ২০১৩ সাল থেকে। লিখে চলেছেন অনেক লিটল ম্যাগাজিনে। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘শৃঙ্গারক্লান্ত চাকাহীন গাড়ি’ (২০১৮)।

Facebook Comments

Leave a Reply