শিমন রায়হান-এর কবিতা
লেজ ও নাটাই বিষয়ক
লেজ দেখে কুকুরকে ঘুড়ি মনে হয়
ঘুড়িকে কুকুর
কেবল দৃশ্যান্তরের ফাঁকে
কোথাও নাটাই হাতে বসে আছেন প্রভু
অগ্রন্থিত পোপ
তোমায় এক বিলুপ্তপ্রায় পাখির নামে ডাকি
মিস্টার পোপ
হাওয়া গেলা মাঠের ওপারে এদন
হাওয়া গেলা মাঠের ওপারে ডোপ
নখে আর ঠোঁটে রঙ ঘষে
সে আসে পাপের রিম ঝিম তুলে
তুমি হাওয়ায় চুম্বন দিলে
তৈরি হয় তাঁর ঠোঁট
ভুলপ্রবণ গন্দমের নেশায়
যেকোন নাম আজ এমিলিয়া শোনায়
তাঁর কপালে পড়ে সতর্ক চুমুবন
গভীর ঘুমে সে তলিয়ে গেলে
আর কেউ পাথরের কানে কানে বলে-
পোপের জ্বর হলে সেরে ওঠে ভাবের বাগান

পরিচিতি : জন্ম বাংলাদেশের ঝিনাইদহে। আইনে স্নাতকোত্তর। সাহিত্যের কাগজ ‘সতীর্থ’র সম্পাদনা পরিবারের একজন। চলচ্চিত্র চর্চায় আরো নিবিড় হবার ইচ্ছে। মনোযোগের মধ্যে রয়েছে– সঙ্গীত ও লোকসংস্কৃতির বিভিন্ন দিক।
Posted in: Poetry, September 2019