শঙ্খদীপ কর-এর কবিতা
বৃদ্ধাশ্রম
যে জলে ছায়া পড়েনা
তার গোপনে
বৃষ্টি রাখা থাকে
কখনও ফেরা হবে না জেনেও
এক বধির
নূপুরের শব্দ ফেলে যায়
এপাড়ায় দিন হয়না
রাত্রিও বেমানান
শুধু সহজ কোনও বিকেলে
অবসন্ন পথিক ছিপি খুঁজে পায়
যার অভাবে বাতিল বোতল
ভেঙে ফেলা হয়েছে একটু আগেই
শ্মশানবন্ধু
বাবা যে পথে আমার কাছে এসেছিল
আমি সে পথে যাইনি
দুটো রাস্তাতেই সমান ভাবে হোঁচট খেয়েছে মা
ভাতের গন্ধে মা যেদিন
ছিটকিনি লুকিয়ে ফেলেছিল
লেপের আশকারায় দেখেছিলাম
ফিরে যাওয়ার উপায়হীন একটা দুপুরকে
সযত্নে ভাঁজ করে রাখছে মা
সুরের বিকেলে রোদটুকু তখনও
আজ যখন পাশাপাশি হাঁটছি
বাবার মুখে শুকনো জলের দাগ
অনন্ত শূন্যতা দুটো রাস্তা বিছিয়ে
মরুভূমি গড়েছে
যেখানে গাছ মাটি হয়ে যায়

পরিচিতি : জন্মসাল ১৯৮৫। পেশায় শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘ফকিরান’। সম্পাদনা – ‘রেহেল’। কবিতা ছাড়া – হাতে ব্যাট, কানে হেডফোন।
Posted in: Poetry, September 2019