শাশ্বতী সরকার-এর কবিতা

(এক)

কথা থেমে থাকে, কী বলি তোমায়?
এখানে, উঠানে- একা কী কারণে ফুটে আছ, প্রিয়?
যেন বক দেখতে বেরিয়েছে জলের কিনারা
যেন বর্ণপরিচয়
দুলে ওঠে বাকসোর পেটে
অনেক সম্ভাবনাময় আলের ভিতর
আমার তোমার ভোর আবার দাঁড়ায়

অন্যমনস্ক, নাকি আমারই ভিতর একা
–ঘুম থেকে উঠে তাকিয়ে রয়েছ জানালায়?

 

(দুই)

এবার জলের কাছে অন্য এক খেলা শুরু হয়েছে…
আমার মন সেরকম পরিপূর্ণ
—যেন সকলে আজ পেয়েছে আহার
পাখি তার বাসাটি গুছানো

তোমার জলের কাছে প্রকাণ্ড উদরে চেয়ে আছি
একটি সাপ কীরকম আঁকাবাঁকা চলে থাকে
একটি মাছি কেবলই পাক খায় আপন খাদ্যের ’পর
তিল অর্ধ না হেরিলে আমি মাছি, আমি অই সাপ
খাদ্যের মতো অপরূপ জন্মগত অধিকার চেয়ে
তোমার জলের কাছে এবারের খেলা বুঝে নিই


Profile_Pic_Saswati_Sarkar

পরিচিতি : জন্ম ১৯৯২-এ রাণীগঞ্জে হলেও, বস্তুত আঁতুড়ঘর আর বেড়ে ওঠার ডালপালা ছড়ানোর আকাশ পানাগড়েই। বাংলা নিয়ে পড়াশোনা স্নাতক স্তর অবধি, নিকট পড়শি মানকরের কলেজ থেকে। লেখালেখি কিছু পত্রিকায় এবং ফেসবুকে। এখনও পর্যন্ত কোনও বই নেই।

Facebook Comments

Leave a Reply