সাম্মি ইসলাম নীলা-এর কবিতা

বিড়ি

বেগুনি ধোঁয়া এড়িয়ে যায় রক্ত চোখ
ভেতর সিদ্ধ হয়ে
গোল্লা পাকিয়ে বের হয় মুখে ও নাকে
তবুও নাক অব্দি পৌঁছায় না পোড়া গন্ধ

ধীরে ধীরে নিঃশেষ হতে হতে
ঠোঁটের স্পর্শে যে প্রাণ
লাল উল্কার মতো জ্বলে

চোখে এক প্রকার মোহ দেখতে দেখতে
করি স্বস্তি পাওয়ার অভিনয়
থেকে থেকে বেরিয়ে আসে
বেগুনি ধোঁয়ার রেশ

বিড়ি নিরবে পুড়ে মানুষের মতো


সুখ

এসো অন্ধকার অচেনা রাতে
উড়ে উড়ে তুলোর মতন

রাসকলনিকভ, জেগে আছো?
এসো খুন করি মিটিমিটি তারা
মদের গ্লাসে ভেসে ওঠা
বায়োস্কোপের নায়িকা
আর আধেক পাগলামি!

চেনা পারফিউম এসো
জেগে থাকি উষ্ণ ঘ্রাণে

অথবা উদাস মনে
মৃদু স্পর্শে আঙুলের
নেটবুকের স্ক্রিনে লিখি
দু’লাইনের কবিতা…

চাঁদহীন আকাশ
যেন পোড়া এক রুটি!


Profile_Pic_Samme_Islam_Neela

পরিচিতি: নিজেকে নীলা বলেই পরিচয় দিতে স্বাচ্ছ্যন্দবোধ করে। ১৯৯৬ সালের ১৪ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার, হাজীগঞ্জ উপজেলার, পিরোজপুর গ্রামে জন্ম। বর্তমানে সমাজকর্মে স্নাতকোত্তরে অধ্যয়নরত।



Facebook Comments

Leave a Reply