সানজিদা আমীর ইনিসী-এর কবিতা
তোমাকে আগন্তুক ধরে নিয়ে
দেখা হলে দেখে যাব
ধরে নেব, হৃদয়গ্রাহী আগন্তুক ইনি
যে আমার শরীর খসে যাওয়া
অ্যালগরিদম জানে
ধরে নেব—
কার্তিকের ভোরে পা ডুবাইনি আমি কোনো
হিম রক্তের পায়ে
যেন আমি ঘুমজেগে শ্মশানের নদীঘাটে একলাই; বড়জোর হাতে নিয়ে আগন্তুক এক সুবাস—
ছুটে গেছি বারেবারে
ধরে নেব
শেষতক
আমার অতীত—
জাহাজের ভেঁপু শুনে প্রেম থেকে সরে কিঞ্চিত সতর্ক হয়ে জেগে থাকা ভোর
আমার ভিড়ের রাস্তায়
মেটাফোর হয়ে আছে অবিরাম
সমুদ্র-হাবেলী
আঁটসাঁট ঘেরাও জামাকাপড় শরীর কামড়ে ধরলে
পা’র পাতা থেকে শন-মত চুল
নিয়ম আত্মস্থ করে-করে অবশ হইয়া যায়
ধুমধাম আমি আমারে পার কইরা যাই
বাকি কয়েকজন, এরাও ঘেরাও কইরা আছে আমাকে
তাদের মত কনভেনশনাল কেউ হইয়া উঠতে থাকি আমি।
মনে পড়ে— একটা স্বপ্ন কয়েকরাতে
আমি একা একা ভাবছিলাম আর
দেখার চেষ্টা করছিলাম
আমার আর কিছুই নাই
অশান্তি-শান্তি
উদ্বিগ্নতা-অস্থিরতা
কয়েকটা সমুদ্র একসঙ্গে মিইশা গিয়া
বড় না, বরং
ছোট একটা সমুদ্র হইয়া আছে
বৈরিতা নাই
ব্যস্ততা নাই
আমার ঘর নাই
ঘর বানানোর কাজ মুলতবী রাইখা
সমুদ্র সাম-রাজ্যে বইসা থাকি
ঘুমাইয়া কাঁদি
যখন
দিনে একবার আলোরা বাঁকা হইয়া ঝিমায়
পৃথিবীতে না-থাকা আর থাকা দুইটাকেই খোশ বইলা জানায় সমুদ্র
আমি তারে বিশ্বাস করি
কত বেলাবসান হয়
আহ্বান নাই
ঘর নাই
শান্তি বা অশান্তিও নাই।

পরিচিতি : নব্বই দশকের শেষদিকে বরিশাল শহরে জন্ম। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে গল্প লেখার মাধ্যমে লেখালেখি শুরু। পরবর্তীতে লিখেছেন কবিতা। তার একমাত্র প্রকাশিত কবিতার বই, ‘ডুবছি ঝিলাম নদী’, ২০১৯ বইমেলায় বের হয়। বর্তমানে পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।
Posted in: Poetry, September 2019