সন্দীপন দত্ত-এর কবিতা
রান্নাঘরের লেখা
হারমোনিয়াম না দেখলে জানাই হত না
সুরের রঙ সাদা-কালো
দাদু করতাল বাজিয়ে গান গাইত
বাবার ডান হাতের বুড়ো আঙুল
ও তর্জনির মাঝে ধরা সংসার
মধ্যমায় ভর রেখে কলম কিনেছে
মা গান শেখানোর স্কুল খুলতে চেয়ে
একদিন আমায় নিয়ে আসে ঘরে
আমার কালো শরীরের ভেতর চোখ দুটো
সাদা-কালো রিড হয়ে বেজে দেখে নিতে চায়
মামাবাড়িতে ফেলে আসা মায়ের হারমোনিয়াম
কবিতা বিষয়ক
তুমি ভাবছ এ লেখা তোমায় নিয়ে
সে ভাবছে তাকে
আমি ভাবছি অন্য কারও কথা
এভাবে আমরা নিজেদের ভালবাসলাম খুব
জড়িয়ে জাপটে চুমুর মতো
ভালবাসলাম স্নানের মতো সুখে
তারপর কবিতাটি সম্পূর্ণ অচেনা
দুই চোখে ধরা দিল
যার জন্য সে নিজেকে সংযত রেখেছিল
আমাদের আত্মরতির মুহূর্তে
তারপর কবিতাটি চোখদুটোকে
টেনে শুইয়ে দিল পাশে
আমরা দেখলাম আলো নিভে গেল

পরিচিতি : সন্দীপন দত্তের জন্ম ও বসবাস শিলিগুড়ি শহরে। স্নাতকোত্তর। ২০১৪ সাল থেকে কবিতা চর্চা শুরু।
Posted in: Poetry, September 2019