সজল দাস-এর কবিতা
১.
সমুদ্র দূরে রেখে যে হেঁটে গেছে ঝাউবনের দিকে
সে ঢেউয়ের কাছে ক্ষমাপ্রার্থী
আর কাঠের অনন্ত নিঃশ্বাসে ভেঙে ফেলেছে গতজন্মের আলনা
২.
ছড় টানতে টানতে
বেহালা হয়ে উঠল যে বাদক
কোনো এক পাখিজন্মে
এই গাছেই শিস দিয়েছিল সে
আর এ-জন্মে কাঠ
তার প্রতিশোধ নিচ্ছে

পরিচিতি : জন্মসাল- ১৯৯০। এখন- পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘হারানো বেহালার নাবিক’। ভালোবাসেন কবিতা পড়া-শোনা-লেখা, পুনরায় কবিতা পড়া-শোনা-লেখা, পুনরায়…
Facebook Comments
Posted in: Poetry, September 2019