রাহেবুল-এর কবিতা
কুহেলি
প্রতিটা বারই ধার আলো ব্লেড শ্রীযুক্ত তোমাকে পায়…
শত শত কিসিমের তোতা পাখি উল্কি পরিহিত
খবর আনতে গিয়ে ফন্দি।
ঘর গৃহস্থি শুনশান, গুমোটকে মেরে গিন্নি গুম
ফুটেজ খায় কানের দেয়াল, এই কথা চরাচর-প্রসিদ্ধ।
খড়্গ হস্তে সিদ্ধ সিদ্ধার্থ, উনুনে চড়ে জবুথবু গোলকায় পার্থিব
সজোর ভাঙচুর তাই দিক্বিদিক।
প্রসন্ন কুহেলিকা সাজি আয় দুইজনা মিশে মিল। দিয়ে বুলেটে
বা বিরেতে ফটো শুট।
চান্দের গাঁয় চাঁদ
ভৈ ভৈ ক’খান জোনাক। শনাক্ত হয়নিকো পুলিশি।
জানিলাম না তো ভিড়াক্কারের মইধ্যে ক’ফোটা তুষার, মাঝ যামিনী ক্ষণে।
আহা পুড়ছি নাকি আমি? যাঃ পুড়ে… শূন্য এক দুই… শূন্য…..
জানতে দিশি পটকায় বোমা লেগেছে কতক্ষণ?

পরিচিতি : জন্মসন ১৯৮৯ যিশু অব্দ। মূলত পরীক্ষানিরীক্ষা, বিকল্প ধারার লেখালেখি নিয়ে ঘরসংসার। আবহমান বাংলা কবিতা ও বিকল্প ধারাগুলি আত্মীয়করণে নিয়ত নূতন। জন্মস্থান/বড়ো হওয়া- ভৌগোলিক ভাবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত দেওগাঁও নামের এক অজপাড়াগাঁয়। রাজবংশী মুসলমান, রাজবংশী হিন্দু সহ বিভিন্ন আদিবাসী জনজাতির স্নেহপাশে “দারিদ্র্য তুমি করেছ মহান” মেনেও উদ্দাম বেড়ে ওঠা। প্রথম কাব্যগ্রন্থ – ‘মদীয় ফ্যান্টাসি’ [প্রকাশক: সৃষ্টিসুখ, কলিকাতা ১৪ জুন, ২০১৯]। সম্পাদিত পত্রিকা – ‘ইবলিশ’।
লেখালেখির শুরু- পত্রপত্রিকায়।
ব্যক্তিগত ব্লগ – rahebulerkabita.blogspot.com
Posted in: Poetry, September 2019
‘মিশে মিল’টা হবে ‘মিশেমিলে’ । যারা মন্তব্য করেছেন, মন্দভালো জানিয়েছেন… ধন্যবাদ জানাই।