রাজেশ চট্টোপাধ্যায়-এর কবিতা
১.
জাইলেম ম ম হচ্ছে জিন্দেগির আশে পাশে
বন থেকে ধরে আনার চেষ্টা
জি, আমিই প্রথম পুরুষ হতে পারেনা
প্রবাহের আসমুদ্র দেহে যে আজও
নুপুরের শব্দে ঘুম অহং
খুঁজে খুঁজে নিজেই খোঁজ হয়েছিল
ইডেনের বনেই নয় আমাদের প্রান্তরেও
কাঠি করে। জাস্ট ঘেঁটে দেয়…
জি, তার নামেই আঁকা হবে অন্যবন
জি, তার জন্যই চেষ্টা চলছে ভাঙার
যত আমি ভেঙে যায়, তত তুমি গড়ে ওঠে
২.
কেউ চাদর দেখে ভয় পায়
কেউ ভয় পাওয়াকে নাকচ করে চাদরে
নার্সিসাসকে কি বলব?
জলের ভয় আজও আমিকে বসায়
ইকোর ওম তুলে ঢাকা উহ
তুমি তুমি তুমি
দ্বিতীয় পুরুষালী ঠোঁট এক ঝটকায়
ভেস্তে দিচ্ছে বহুদিনের সৌজন্য
যত আমি ভেঙে যায়, তত তুমি গড়ে ওঠে

পরিচিতি : জন্মসাল- ১৯৯৫। এখন- শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘পুনর্জন্মের সেলাই’। সম্পাদনা- ‘নবপল্লব’, ‘রেহেল’।
Posted in: Poetry, September 2019