মোস্তফা হামেদী-এর কবিতা
চিঠি
ছোট্ট জানালার পাশে নতমুখ ফুলটিকে ঘিরে একটা প্রজাপতি নাচছে
শিশুদের নামতা পাঠের সুর শোনা যায়
বৃহস্পতিবার দিনে তারা গেয়ে উঠবে ফের
বাঁশের আড়ায় ভিজা কাপড় বেলতে বেলতে তিনি
দেখে ফেলেন
বহুযুগ আগের একটা চিঠি
ঝর্ণা কলমে সরস হাতে কেউ লিখে চলেছেন
তেপায়ার ওপর বসে
সেসব হাইফেন আর দীর্ঘ যতির দিন
এখন ফুরালো
পুরানা আলমারিটার ভিতরে শ্বাস শোনা যায়
এবাড়ির সোনালু বন
হলুদ হয়ে উঠেছে
ঝুলছে মালার মতো ফুল সকল
নকশা কাঁটা জানালার পাশে
মাটিতে বুক লাগিয়ে
হেঁটে চলে গেল চির দুঃখের রাত্রি দিন
সানন্দারা
নলা মাছের পেটির ঘ্রাণ ধরে দাঁড়িয়ে থাকি
একটা নতপর ঘর
দুপুরের কাঁচা মেঘে ধোয়া শরীরের ওপর বয়ে চলেছে পুরানা আমলের হাওয়া
জংপড়া টিনের কৌটা
মুছতে মুছতে
কেউ ভুলে যায় সাং
আমাদের স্মৃতিশক্তির কিনারে
শনপাপড়িঅলা বাজিয়ে চলেছে ঘন্টাধ্বনি
ঘাট থেকে এখনও ফেরেনি সানন্দারা
লতানো ঝিঙেগাছগুলো মরে এলো
ঝোঁপের ওপর ঝনঝন বেজে চলেছে
ধেয়ে আসা হাসি
হাড়ি ধোওয়ার আওয়াজ
বালার ঘসটা লেগে ভেঙে পড়ছে
দুপুরের থান
টানাপোড়েনের দিনে
তখনও ফোড়ন কাটছে কেউ
নিঃসঙ্গ বেলগাছটার তলে গুমরে ওঠা হাওয়ায়

পরিচিতি : মোস্তফা হামেদীর জন্ম ২৭শে আগস্ট ১৯৮৫, ফরিদগঞ্জ, চাঁদপুরে। প্রাতিষ্ঠানিক শিক্ষা – বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা – প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি মুজিব কলেজ, নোয়াখালী। প্রকাশিত বই – ‘মেঘ ও ভবঘুরে খরগোশ’, কাবুকস, ঢাকা (২০১৫); ‘তামার তোরঙ্গ’, জেব্রাক্রসিং প্রকাশন, ঢাকা (২০১৮)। প্রকাশিতব্য বই – ‘জড়োয়া’, তবুওপ্রয়াস, কলকাতা, ভারত (২০১৯)।
Posted in: Poetry, September 2019